হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখার বৃত্তি পরীক্ষা ২০২৩ ইং এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় মাধবপুর ফুলকলি পৌর কিন্ডারগার্টেনের হলরুমে আয়োজিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: জাকিরুল হাসান।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলার সভাপতি অধ্যক্ষ সাইফুল হক মির্জা’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল নাজিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: এরশাদ আলী, সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী।
উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সেক্রেটারি মো: জিয়াউর রহমান সুজন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণকৃষ্ণ পাল,মো: শাহজাহান,মাসুদ রানা,সোহেল মিয়া প্রমূখ।
উপজেলার ৩৮টি কিন্ডারগার্টেনের মোট ১ হাজার ৬ শ ৬৫ জন পরিক্ষার্থীর মধ্য থেকে ২৩৬ জন বৃত্তি প্রাপ্ত হন। এরমধ্যে ৭১ জন ট্যালেন্টপুল ও ১৬৫ জন সাধারণ গ্রেড।