আইএফআইসি ব্যাংক পিএলসি এবং শক্তি ফাউনেশনের যৌথ উদ্যোগে নারী স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি অনন্য কর্মশালার আয়োজন করা হয়েছে। রোজ মঙ্গলবার, ২৬/০৮/২০২৫ ইং তারিখ বিকেল ৪.০০ ঘটিকায়, আইএফআইসি ব্যাংক পিএলসি, হবিগঞ্জ শাখার প্রাঙ্গণে “হার পাওয়ার” শীর্ষক এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
শাখা ব্যবস্থাপক জনাব সুদীপ ব্যানার্জী ব্যাংকের নারী গ্রাহকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইএফআইসি ব্যাংকের বিভিন্ন সেবা সমূহ সম্পর্কে বক্তব্য রাখেন। শক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্মশালাটি পরিচালনা করেন, মেডিক্যাল এসিস্ট্যান্ট জনাবা শারমিন আক্তার সুমনা।
এছাড়াও উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংক পিএলসি, হবিগঞ্জ শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার জনাব মোঃ বায়েজীদ, অফিসার, মার্কেটিং এন্ড সেলস জনাব মোঃ জাহাঙ্গীর আলম এবং জনাব এস, এম, ইসতিয়াক। এছাড়াও শক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইসিটি সাপোর্ট ইঞ্জিনিয়ার জনাব সারোয়ার হোসেন। কর্মশালাটিতে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ও নিয়মিত পরিচর্যার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালাটিতে অংশগ্রহণ করেছেন আইএফআইসি ব্যাংকের নারী গ্রাহকসহ বিভিন্ন পেশার এবং বয়সের নারীগণ।