হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়েছে মাওলানা মনোহর আলী শিক্ষা ও সেবা ফাউন্ডেশন।

আজ (৪ জানুয়ারি) নাদামপুর উচ্চ বিদ্যালয়ে ফাউন্ডেশনের উদ্যোগে ৬ষ্ট থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ৮৫ জন শিক্ষার্থীকে ভর্তি করানো হয়েছে।
এ সময় ভর্তি বাবৎ ১,০২,২২০/ টাকা সম্পূর্ণ ফাউন্ডেশনের পক্ষ থেকেই প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের মাঝে ফ্রি বই–খাতা ও অন্যান্য শিক্ষা উপকরণ দেওয়া হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং এ তারা উদ্যোগের ভূয়সী প্রশংসা করে স্বাগত জানান।
ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক স্পেন প্রবাসী নোমান আহমদ বলেন,আমার এলাকার কোনো মেধাবী শিক্ষার্থী যেন অভাবের কারণে স্কুলছুট না হয়—এটাই আমাদের লক্ষ্য। ভর্তি–খরচসহ প্রয়োজনীয় প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সহায়তা দিয়ে আমরা শিক্ষার্থীদের পাশে থাকতে চাই, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, কাকুড়া, করিমপুর, ডাকঘর বুরহানপুর—নবীগঞ্জ, হবিগঞ্জ এলাকায় ফাউন্ডেশনটি নিয়মিত শিক্ষা ও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
মোহাম্মাদ আব্দুল হাই: 









