হবিগঞ্জের চুনারুঘাটে সন্ত্রাস, মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতামুলক আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ নভেম্বর, বুধবার, বিকাল ৩ ঘটিকায় গাজীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার (ওসি তদন্ত) মোহাম্মদ আল আমিন মীর, ১নং বিট অফিসার এসআই আকতার, সিনিয়র সাংবাদিক নুরুল আমিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এতে অংশ নিয়ে চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ বলেন, পুলিশিং সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই আয়োজন।
তিনি যে কোনো ধরনের অপরাধ সর্ম্পকে তথ্য ও সহযোগিতা দ্রুত পাওয়ার জন্য বিট পুলিশিং এর সাহায্য নেয়ার জন্য আহবান জানান।
মোঃ সুমন মিয়া 













