হবিগঞ্জ প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ বলেছেন- বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের একটি বিবৃতি প্রকাশ করে দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হারুনুর রশিদ চৌধুরী ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। এই বিবৃতি প্রকাশ করে তিনি জুলাই আন্দোলনের প্রতি অবজ্ঞা প্রকাশ করেছেন। এই বিবৃতি প্রকাশের ফলে হবিগঞ্জে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি হয়েছে। তাই অবিলম্বে পত্রিকাটি বন্ধ করতে হবে এবং পত্রিকাটির সম্পাদক হারুনুর রশিদ চৌধুরীকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। পাশাপাশি এই বিবৃতি প্রকাশে যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।
১৫ ডিসেম্বর সোমবার দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ জেলা শাখার কার্যালয়ে এক জরুরী সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। এনসিপি জেলা কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, আগামী ২৪ ঘন্টার মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি আহবান জানানো হয়। অন্যতায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়।
সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুগ্ম আহবায়ক ফরহাদ আহমেদ আশিক, আবদুল বাছিত তরফদার মিঠু, একেএম নাছিম, মীর দুলাল, ইফতেখার আহাদ নাঈম, আল-আমীন হোসেন চৌধুরী, সাবেক জিএস এডভোকেট নজরুল আজিজ জুনেদ, সৈয়দ আবু সাদাত কাজল, হুমায়ূন কবির, নুরন্নবী ভূইয়া ইমন, নাঈম আজাদ তালুকদার, বদরুল আলম সর্দার, জিয়াউল হক মিশু জিতু মিয়া, সালাউদ্দিন চৌধুরী সাঈদ প্রমুখ।
সভা শেষে এনসিপি নেতৃবৃন্দ আলাদাভাবে হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সাক্ষাত করেন। সাক্ষাতকালে নেতৃবৃন্দ বলেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি অ্যাডভোকেট আবু জাহিরের বিবৃতি প্রকাশ করে দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হারুনুর রশিদ চৌধুরী ধৃষ্টতা প্রদর্শন করেছেন। অবিলম্বে তাকে ও তার সহযোগীদের গ্রেফতার করতে হবে। পত্রিকাটির প্রকাশনা বন্ধ করতে হবে। অন্যথায় বিক্ষুব্ধ জনতা পত্রিকা অফিস গুড়িয়ে দিবে বলে তারা হুশিয়ারি উচ্চারণ করেন।
নিজস্ব সংবাদ : 















