হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাঁনপুরের সুতাং নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা সাদাবালু পরিবহনের সময় জনতার হাতে ধরা পড়ে একটি ট্রলি। সোমবার (২৫ আগস্ট) দুপুর ৩টার দিকে দেওরগাছ এলাকায় স্থানীয়রা ট্রলিটি আটক করে পুলিশের হাতে তুলে দেন।
চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রলি ও চালকসহ থানায় নিয়ে যায়। আটক চালক তাজিম মিয়া (২৫), নয়ানী বনগাঁও গ্রামের আব্দুল আলীর ছেলে।
তিনি জানান, বালু উত্তোলনের সঙ্গে দেওরগাছ গ্রামের মনির মিয়ার ছেলে রাকিব ও তার সহযোগী সুহেল জড়িত।
স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সুতাং নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের ভাষ্যে— “আমরা যদি এখনই এদের রুখতে না পারি, অচিরেই চুনারুঘাটের প্রাণ-প্রকৃতি ধ্বংস হয়ে যাবে। গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে এমন অপকর্ম কোনোভাবেই কাম্য নয়।”