গাজীপুরের সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক বিচারসহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়নের বিরুদ্ধে চুনারুঘাট প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল পাঁচটায় চুনারুঘাট মধ্যে বাজারে মানববন্ধনে সভাপতিত্ব করেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী। সাধারণ সম্পাদক মোঃ সাজিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নয়াদিগন্তের চুনারুঘাট প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক ইনকিলাব চুনারুঘাট প্রতিনিধি এস এম সুলতান খান,চুনারুঘাট প্রেসক্লাবের সদস্য নোমান মিয়া, তুফাজ্জল মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান এবং গ্রেফতারকৃত আসামিদেরকে দ্রুত দ্রুত মামলার বিচার কাজ সম্পন্ন করে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।