চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় তাকে উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান ঘোষণা করে জেলা প্রশাসন হবিগঞ্জ।
গতকাল সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘আইনশৃঙ্খলা রক্ষা, দাঙ্গা প্রতিরোধ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে আয়োজিত কর্মশালায় এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলামকে শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যানের সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান।
উল্লেখ্য, এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম ৫নং শানখলা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সেখানকার চা জনগোষ্ঠী, প্রান্তিক জনপদ থেকে শুরু করে ইউনিয়নের সর্বত্র সাধারণ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে চলেছেন।
সম্মাননা পাওয়া পর তার অনুভূতি জানতে চাইলে এডভোকেট নজরুল বলেন-এ পুরস্কার প্রাপ্তি ইউনিয়নের মানুষের প্রতি আমার দায়িত্ববোধকে আরো বাড়িয়ে তুলেছে। দায়িত্বের প্রতি অবিচল থেকে মানুষের পাশে থাকাই আমার চূড়ান্ত লক্ষ্য।