আগামী সেপ্টেম্বর মাসে চুনারুঘাট উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী এক লাখ শিশু-কিশোরকে টাইফয়েড ভ্যাকসিন প্রদান করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ১৮ কার্যদিবসব্যাপী এ টিকাদান কার্যক্রম চলবে। এই লক্ষ্যে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধনের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১২ আগস্ট মঙ্গলবার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোজাম্মেল হকের পরিচালনায় জরুরি সভা ও ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া। উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দীন চৌধুরীসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। সভায় ভ্যাকসিনের কার্যকারিতা, প্রয়োগ পদ্ধতি ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা এবং টিকাদান কমিটি গঠন করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর বিশ্বে প্রায় ৯ মিলিয়ন মানুষ টাইফয়েডে আক্রান্ত হন, যার মধ্যে গড়ে ১ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু ঘটে। এটি একটি পানিবাহিত রোগ। বাংলাদেশ সরকার প্রথমবারের মতো সারাদেশে শিশু-কিশোরদের টাইফয়েড ভ্যাকসিন প্রদানের এই উদ্যোগ নিয়েছে।
সভায় জানানো হয়, যাদের জ্বর রয়েছে, পূর্বে কোনো টিকা গ্রহণে অ্যালার্জির ইতিহাস আছে, টিকা গ্রহণের দিন অসুস্থ, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েরা এই ভ্যাকসিন নিতে পারবেন না। মাংসপেশীতে টিকা প্রয়োগের পর প্রাথমিকভাবে টিকা প্রদানের স্থানে লালচে দাগ বা হালকা ব্যথা হতে পারে, যা স্বাভাবিক।
নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের ১৭ সংখ্যার জন্মনিবন্ধন সনদ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহায়তায় অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। বিদ্যালয়ের বাইরে থাকা শিশু-কিশোরদের অভিভাবকগণ স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে নিজেরাই নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন ওয়েবসাইট: vaxepi.gov.bd