চুনারুঘাটের রেমা চা বাগান থেকে চুরি হওয়া গোল কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। গত শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে সোনাচং বাজার এলাকা থেকে গর্জন, চাপালিশ ও বনাকের ৫৫.৪৫ ঘনফুট গোল কাঠ উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।
কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান-
গোপন সংবাদের ভিত্তিতে সোনাচং বাজার এলাকা থেকে চুরি হওয়া কাঠগুলো উদ্ধার করে ভোলারজুম বাজারে সিপিজির সদস্য আমিন মেম্বারের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত কাঠগুলো কালেঙ্গা রেঞ্জ অফিসে নিয়ে আসা হবে। কাঠ চুরির সাথে জড়িতদের সনাক্ত করা না গেলেও এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।