চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ (৭ ডিসেম্বর) বৃহস্পতিবার অফিসার্স ক্লাব, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে যৌথ বিদায় সংবর্ধনা দেয়া হয়।সবাইকে কাঁদিয়ে অশ্রুসিক্ত বিদায় নিয়েছেন ইউএনও সিদ্ধার্থ ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতি চারণ করেন বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, সহকারি কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব, কৃষি অফিসার কৃষিবিদ মো: মাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) প্লাবন পাল, সহকারি প্রকৌশলী মোঃ মনির হোসেন জমাদ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার সোকরানা, উপজেলার সহকারি শিক্ষা অফিসার মোঃ খুরশেদ আলম, উপজেলার জনস্বাস্থ্য অফিসার সহকারি প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, সমাজসেবা অফিসার বারীন্দ্র চন্দ্র রায়, উপজেলা সমবায় অফিসার কান্তি ভূষণ সেন গুপ্ত সহ অনেকেই।
বদলিকৃত উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক চুনারুঘাট উপজেলায় প্রায় ২ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি চুনারুঘাটের মানুষকে ভালোবেসে সততার সাথে কাজ করে গেছেন। তাইতো চুনারুঘাট বাসী বিদায় বেলা কাঁদিয়ে অশ্রুসিক্ত বিদায় দিয়েছেন। চুনারুঘাটবাসী তার মঙ্গল কামনা করেন।