হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৪ঠা নভেম্বর) সকাল এগারো ঘটিকায় মাধবপুর উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ছিল “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ” । র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান এর
সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। উপজেলা সমবায় কর্মকর্তা মো: মিজানুর রশিদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব।
বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আব্দুস সাত্তার বেগ , বিআরডিবি চেয়ারম্যান হুমায়ুন কবির, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হামিদুর রহমান প্রমূখ।