লাখাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকাল ৯টায় হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের সুমন সুত্রধর( ২৮) ও ইব্রাহিম মিয়া (৩০) সহ ৫ জন সিএনজি যাত্রী আহত হয়েছে। অন্য আহতরা হবিগঞ্জ জেলা সদরে ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়েছে।
আহত ইব্রাহিম ও সুমন সুত্রধর কে বামৈ হাসপাতালে নেয়ার পর ইব্রাহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হবিগঞ্জ জেলা সদরে প্রেরন করা হয়েছে মর্মে নিশ্চিত করেছেন বামৈ হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত ডাক্তার।
লাখাই থানা সুত্রে জানা যায় বৃহস্পতিবার সকাল ৯ টায় হবিগঞ্জ থেকে ছেড়ে আসা বিসমিল্লাহ (দিগন্ত) বাস (সিলেট জ – ১১-০৮৫৩ ও সিএনজি( (হবিগঞ্জ থ ১১- ৬১০১) ও হবিগঞ্জ গামী মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। লাখাই থানার পুলিশ ঘটনা স্থলে পৌছে গাড়ী দুটি আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান ঘটনার খবর পেয়ে গাড়ী দুইটি আটক করে থানায় নিয়ে আসি।
এ ঘটনায় কোন মামলা হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি,তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।