চুনারুঘাটে বিশেষ অভিযানে ৬ কেজি গাজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার গভীর রাতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হকের নির্দেশনায় ও এসআই(নিঃ) ছদরুল আমীনের নেতৃত্বে উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ বাহার মিয়া(২৫) কে আটক করা হয়।
সে আহাম্মদাবাদ ইউপির কালামন্ড গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। এসময় তাকে তল্লাশি করে ৬ কেজি গাজা ও একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
এ অভিযানের টের পেয়ে অজ্ঞাতনামা আসামীরজ পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক জানান, মাদক কারবারি ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশে অভিযান অব্যাহত রয়েছে।
চুনারুঘাট উপজেলাকে মাদক মুক্ত রাখতে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেন।
আমরা মাদক মুক্ত চুনারুঘাট উপহার দেব। পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।