চুনারুঘাটে খোয়াই নদীতে মাছ ধরতে গিয়ে পানির গভীরে পাথরের গর্তে পড়ে তলিয়ে গিয়ে শাহীন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (২৯মে) মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ঘরগাঁও অংশে খোয়াই নদীর দক্ষিণকে পাথর বেষ্টিত এলাকায় এ ঘটনা ঘটে।
সে গাজিপুর ইউনিয়নের টেকেরঘাট এলাকার মৃত রহমত আলীর ছেলে। খবর পেয়ে ঘটনার স্থল থেকে চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শন গোলাম মোস্তফা বিকেল ৪ টায় মরদেহ উদ্ধার করেন ।
স্থানীয় বাসিন্দারা জানান, জীবিকা নির্বাহের জন্য প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে নিহত শাহীন ও তার বন্ধু বিলাল সহ ৩ যুবক সদর ইউনিয়নের ঘরগাও খোয়াই নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে পাথর বেষ্টিত এলাকায় পাথরের গর্তে হাত আটকে গেলে শাহীন মিয়া পানিতে নেমে ছাড়াতে যান। পরে তিনি তলিয়ে গেলে তার দুই বন্ধু সহ আশপাশের লোকজন খোঁজাখুঁজির পর তাঁর লাশ উদ্ধার করে।
তার স্ত্রী হাজেরা জানায় দীর্ঘ ১৫ বছর ধরে নদীতে ডুবে মাছ ধরে বিক্রি করে আসছিলেন শাহীন মিয়া। নদীর ওই এলাকা দুষিত হওয়ায় জ্বীনে পানিতে ডুবিয়ে মারছে বলে জানান তিনি। একই কথা বলছিলেন তার দুই সহযোগী বাবুল ও বিলাল। পরে চুনারুঘাট থানায় নিহতর লাশ বিনা ময়নাতদন্তে নেয়ার আবেদন করেন তার পরিবার।
এসব তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শন( তদন্ত) গোলাম মোস্তফা জানান, নিহতর পরিবারের কোন অভিযোগ নেই তবে এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। তিনি আরো বলেন, খোয়াই নদীতে ইতিপূর্বে ৩ ব্যক্তি মারা গেছ। শুনেছি স্থানটি খুবই দুষিত।