বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ ছাত্রদের পক্ষ থেকে সুনামগঞ্জের তাহিরপুর বাদাঘাট নিলাদ্রি টাঙ্গুর হাওয়ার এলাকায় বাণবাসী মানুষদের মধ্যে রান্না করা খাবার ও বিশুদ্ব খাবার পানি, শুকনো খাবারের মধ্যে ছিল চিড়া মুড়ি গুড় বিস্কুট ওরস্যালাইন গ্যাস টর্চ লাইট কার্বলিক এসিড মোমবাতি বিতরণ করা হয়েছে। এ সময় সিলেট বিভাগের ছাত্রকর্মী প্রধান মো : আশিকুল ইসলাম রুমেন বলেন বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরীর শিক্ষা নিজে কম খেয়ে অন্য ভাই কে খাওয়ানো ও ১৯৮৮, ১৯৯৮ সালের বন্যায় সারা দেশে খাবার বিতরন করা হয়। এরই ধারাবাহিকতা বর্তমান স্থলাভিষিক্ত মহামান্য মিয়া ভাইজান ও উনার এক মাত্র উওরাধিকার ও মুখপাত্র শ্রদ্ধায় মিয়া চাচা জানের আদেশে সিলেট বিভাগ ছাত্রকর্মীদের উদ্যেগ মানুষের মধ্যে রান্না করা ও শুকনো খাবার বিতরন করা হয় ভবিষ্যতে আর ও এই ধরনের আর ও প্রোগ্রাম ছাত্রকর্মীরা পরিচালনা করবে। সবার দোয়া ও ভালোবাসা চাই। ছড়িয়ে পড়ুক মহা মানবের আদর্শ।
সংবাদ শিরোনাম ::
বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ ছাত্রদের উদ্যোগে তাহিরপুর নিলাদ্রি টাঙ্গুর হাওয়ারের বাণবাসী মধ্যে রান্না করা খাবার বিতরণ
- সুনামগঞ্জ প্রতিনিধিঃ
- আপডেট সময় ০৩:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
- ৩৪৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ