শেখ শাহজাহান জলি চুনারুঘাট থেকেঃ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আমতলা গ্রামে দীর্ঘ দুইযুগ ধরে রাস্তা নিয়ে বিরোধ চলছিল। একদিনেই রাস্তার বিরোধ শেষ করে দিলেন,ফাটাকেষ্ট খ্যাত মিরাশী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মানিক সরকার । ন্যায় বিচারের ভূমিকা দেখে উপস্থিত মুরব্বিয়ান ও এলাকাবাসীর দিক থেকে আসতে থাকে প্রশংসা। একজনতো বলেই ফেললেন ফাটাকেষ্ট’র ভূমিকায় চেয়ারম্যান মানিক সরকার । এ ব্যাপারে চেয়ারম্যান মানিক সরকার বলেন, আমার ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করা ও জনকল্যাণমূলক কাজে সবসময় আমাকে কাছে পাবেন। আসি সব সময় অন্যায়ের বিরুদ্ধে আমার ভূমিকার থাকবে। তিনি আরও বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের জন্য নিজেকে উৎসর্গ করতে পারি। আমার জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের সেবায় নিজেকে উজার করে দেওয়াই আমার জীবনের শেষ ইচ্ছা
উল্লেখ্য, ইউনিয়নবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, আমরা মানিক সরকার এর মতো একজন দায়িত্বশীল মাঠি ও মানুষের ত্যাগি নেতাকে দলীয় প্রতিক নৌকায় মনোনীত করার জন্য । আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে মানিক সরকারকে জয়ী করেছি।এদিকে মিরাশী ইউনিয়নের অনেকেই এই চেয়ারম্যান মানিক সরকারকে কে ফাটাকেষ্ট বলে ডাকা শুরু করেছেন।