হবিগঞ্জের মাধবপুরের গাংগাইলের একটি নার্সারি থেকে জুয়া খেলার সময় ৮ জুয়ারিকে আটক করেছে পুলিশ। এসময় নগদ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত তাস উদ্ধার করা হয়।
বুধবার (৪ অক্টোবর) দুপুরে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ গাংগাইল গ্রামে শাহীন মিয়ার নার্সারিতে অভিযান চালিয়ে এসব জুয়ারিকে আটক করে।
আটককৃতরা হলো, হরিশ্যামা গ্রামের আইয়ুব আলীর ছেলে সাদ্দাম হোসেন(২৫),কুটানিয়া দিঘীরপাড়ের নরেশ দাসের ছেলে রমেশ দাস(৩৮),কুটানিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে কদম আলী(৩৫),সুকোমল দাসের ছেলে স্বপন দাস(৩৫),কৃষ্ণ চন্দ্র সরকারের ছেলে রবীন্দ্র সরকার(৪০), উত্তর গোবিন্দপুর গ্রামের রফিজ উদ্দিনের ছেলে কামরুল ইসলাম(২৫), বিজয়নগর উপজেলার আলাদাউদপুর গ্রামের হীরা মিয়ার ছেলে আউশ মিয়া(৩০),ও গাংগাইল গ্রামের আব্বাছ আলীর ছেলে কুদ্দুস মিয়া(২৮)।
পুলিশ আটক জুয়ারিদের কাছ থেকে ১৮ হাজার ১ শ ৭০ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত তাসের বান্ডিল উদ্ধার করেছে।ইনস্পেক্টর মজিবুর রহমান চৌধুরী জানান, গোপনসূত্রে খবর পেয়ে গাংগাইলের শাহীন মিয়ার নার্সারিতে জুয়ার আসর বসার খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৮ জুয়ারিকে আটক করা হয়।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান ৮ জুয়ারি আটকের সত্যতা নিশ্চিত করেছেন।