চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারে বৃদ্ধ-বৃদ্ধাসহ ৪ জন আহত হয়েছেন। গত (১মে) সোমবার বেলা ১২টায় উপজেলার সদর ইউনিয়নের মধ্যনরপতি গ্রামের এ ঘনটা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন গ্রামের প্রবীন মুরুব্বি আব্দুস শহিদ হিরা মিয়ার জমির ধানের ছাড়া ও বেগুন ক্ষেতে নষ্ট করে একই গ্রামের আইয়ূব আলীর দুটি গরু।
এসময় হিরা মিয়া দুটি গরুকে তার বাড়ি পাশে বেধে রাখেন। পরে গরুর মালিক আইয়ূব আলী কেন বেধে রাখা হয়েছে এ নিয়ে হিরা মিয়া সাথে তর্কতর্কি হয়। এর একপর্যায়ে আইয়ূব আলী ও তার ছেলে ফুল মিয়া, কালাম মিয়া সহ একদল দুর্বৃত্ত ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দা দিয়ে হিরার মিয়া ও পরিবারের উপর অর্তকিত হামলা চালায়।
হামলায় হিরা মিয়া (৭৫) ও তার স্ত্রী মমতাজ চৌধুরী (৬৫), ছেলে শাহ অলিদ মিয়া (৪০), ছেলে শাহ মোশাহিদ (৩২) কে কুপিয়ে রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা। পরে গ্রামবাসীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে নিয়ে যান। কর্তৃব্যরত ডাক্তাররা আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের প্রেরণ করেন। অবস্থা অবনতি হওয়ায় হিরা মিয়া ও তার ছেলে অলিদ মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে হিরা মিয়ার অবস্থা অবনতি হলে আইসিওতে চিকিৎসাধীন রয়েছেন।