বানিয়াচংয়ে অভিযান চালিয়ে মজুদকৃত ৬শ লিটার তেল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত তেল স্থানীয় জনতার মাঝে বিক্রি করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ। আজ শনিবার (১৪ মে) দুপুরে উপজেলার স্থানীয় বড়বাজার ও গ্যানিংগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্রে জানা যায়, অসাধু ব্যবসায়ীদের মজুদের ফলে বাজারে তেলের কৃত্রিম সংকট দেখা দেয়। এ খবর জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বড় বাজারের হানু মিয়া, আমির হোসেন মিয়া, গ্যানিংগঞ্জ বাজারের অন্ত স্টোর, বাদল এন্ড ব্রাদার্স ও সহিবুর এন্টার প্রাইজের ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য ব্যবসায়ীদের গোডাউনে গিয়ে মজুদকৃত তেল জব্দ করে বোতলের গায়ে লেখা প্রতি ২ লিটার তেল ৩২০ টাকা ও ৫ লিটার ৮০০ টাকা দরে ক্রেতাদের নিকট বিক্রি করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, মূল্য বাড়ার আগের তেল মজুদ করে বর্তমান মুল্য প্রতি ২ লিটারের বোতল ৪ শত টাকায় বিক্রি করছিল অসাধু ব্যবসায়ীরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ৬শ লিটার তেল জব্দ করে উপস্থিত ক্রেতাদের কাছে ৩২০ টাকা দরে বিক্রি করিয়ে দিয়েছি। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।