দায়িত্বশীলতার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে ‘দৈনিক দেশ রূপান্তর’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ (১২ মার্চ) রবিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
আলোচনা সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহান।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলি, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোতাচ্ছিরুল ইসলাম,ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামসুল হুদা, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর।
স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরী। এ ছাড়াও বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুজ জাহের, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিক, প্রবীন সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ সরদারসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আলোড়ন সংবাদ পরিবেশন করে অল্প দিনের মধ্যেই দেশ রূপান্তর পাঠকের মনে সাড়া জাগিয়েছে।