মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি:
মাধবপুরে গাঁজা ও ফেন্সিডিলসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি । আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) বিকেল ৩টার দিকে উপজেলার সীমান্তের মেইন পিলার ১৯৯৬ হতে প্রায় ২কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাকা রাস্তায় অফিসার বাড়ীর মোড় এলাকায় অভিযান চালায় বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) । অভিযানকালে আটককৃতদের নিকট তল্লাশী করে ৪কেজি গাঁজা ও ৮বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুইজনকে আটক করে বিজিবি। আটককৃতরা হলেন- বি-বাড়ীয়া জেলার আখাউড়া থানার দেবগ্রামের রফিস খাঁনের ছেলে নুরনবী (৩২) ও একই গ্রামের শেখ আমজাদ হোসেনের ছেলে শেখ সানি (৩০)।বিজিবি জানান, ওইদিন বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধর্মঘর কোম্পানী সদরের টহল কমান্ডার হাবিলদার কবির আহমেদের নেতৃত্বে একদল বিজিবি অভিযান পরিচালনা করে তাদের সাথে থাকা ইস্কুল বেগ তল্লাশি করে গাঁজা ও ফেন্সিডিলসহ আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ ফেরদৌস কবীর পিএসসি।
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে গাঁজা ও ফেন্সিডিলসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি
- নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১১:৫৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- ১৯৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ