গাজাবাসীর উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে বাহুবলের মিরপুর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির আলম সাকিব সাকিবের নির্দেশনায় আলিফ সোবহান চৌধুরি সরকারী কলেজ ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে।
প্রতিবাদ সভাটি কলেজের ছাত্রদল নেতা হাফিজুর রহমান শাওন ও মোশাররফ উল্লাহ অনিক তালুকদারের যৌথ পরিচালনায় সকাল সাড়ে ১০ টায় কলেজের সামনে কালো কাপড় বেধে মানববন্ধন কর্মসূচি পালন করে।
পরবর্তীতে মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজ ছাত্রদল ১২ টায় মিছিল নিয়ে মিরপুর বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে চৌহমুনিতে পথসভার মাধ্যমে প্রোগ্রামটি সমাপ্ত করে।
এতে বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা কাওছার মিয়া, নয়ন আহমেদ, তাহসিন মিয়া,মামুন মিয়া,নাহিদুল ইসলাম তামিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তব্যকালে তারা বলেন গাজা বাসীর উপর হামলা দ্রুত বন্ধ করে কার্যকরী ব্যবস্থা নেওয়ার আহবান জানান।