গাজাবাসীদের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে পাইলট স্কুলের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনের পরবর্তী সময়ে যখন ইদ উল্লাসে আনন্দে মাতোয়ারা ছিলো পুরোবিশ্ব তখনই তার বিপরীত প্রক্রিয়া পরিস্থিতি দেখা দিচ্ছে ফিলিস্তিনে।
এবার পরাশক্তি দেশ আমেরিকার তৈরি শক্তিশালী মিসাইলের মাধ্যমে গাজায় বিস্ফোরক হামালা ঘটায় ইসরায়েল বাহিনী।ফলে গাজাবাসীদের দেওয়া বিশ্ব কর্মসূচির অংশ হিসেবে নো স্কুল নো ওয়ার্ক গুরুত্ব দিয়ে
ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে আজ সকাল ১০ ঘটিকায় মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে নেতৃত্ব দেন অত্র প্রতিষ্ঠানের রেক্টর জনাব সাদিকুর রহমান। এতে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক জনাব শাহিন মিয়া, অধ্যক্ষ জনাব এম. এ. মজিদ সুলতান, সহকারী শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রী ও সম্মানিত অভিভাবকবৃন্দ।
উক্ত মানববন্ধনে বক্তারা ইসরায়েলের হামলার প্রতিবাদ জানান এবং মুসলিম বিশ্বের নেতাদের কঠোর পদক্ষেপের মাধ্যমে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান