জুবায়ের আহমেদঃ বাহুবলে পূর্ব জয়পুর গ্রামের শ্রী শ্রী শচী অঙ্গন ধামে মন্দিরে ছদ্মবেশে চুরির চেষ্টার অভিযোগে ৬ নারী চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে মন্দির কমিটির কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে বুধবার ২৬ ফেব্রুয়ারী বিকাল পৌনে ৩টার দিকে উপজেলার পূর্ব জয়পুর গ্রামে।
জানা যায়, দীর্ঘদিন যাবত বাহুবল উপজেলার বিভিন্ন পূজা, উৎসব আসলে ছদ্মবেশে হিন্দু সেজে কিছু মুসলিম নারী চক্র চুরি ছিনতাই করে আসছে। গত বছর বাহুবল উপজেলার পূর্ব জয়পুর শ্রী শ্রী শচী অঙ্গন থেকে অনেক নারীর স্বর্ণের চেইন, দামী মোবাইল ও টাকা পয়সা নিয়ে যায় নারী ছিনতাইকারী চক্র।
এবারের পূজা ও উৎসবে পাহারাদার নিয়োগ করে কর্তৃপক্ষ। বুধবার বিকেলে সাঁকা সিঁদুর পড়ে ছদ্মবেশে শ্রী শচী অঙ্গন ধামে প্রবেশ করে একদল মহিলা, বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে ৬ জন নারীকে আটক করতে সক্ষম হয়।পরবর্তীতে বিষয়টি থানা পুলিশকে জানান তারা। খবর পেয়ে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সেলিম হোসেন আটককৃত ৬ নারীকে থানায় নিয়ে আসেন। থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে আটককৃত ৬ নারী তাদের নাম ঠিকানা প্রকাশ করেন। পরে তাদের বিরুদ্ধে মন্দির কমিটির পক্ষ থেকে শেখর রঞ্জন দেব বাদী হয়ে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপ্যারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ সেলিম হোসেন জানান, গত ১৬ ফেব্রুয়ারি বিকাল পৌনে ৩টার দিকে ছদ্মবেশে একদম নারী শচী অঙ্গনে চুরি করতে যায়। এসময় মন্দির কর্তৃপক্ষ তাদেরকে আটক করলে আমরা থানায় নিয়ে আসি। পরবর্তীতে মন্দির পক্ষ থেকে শেখর রঞ্জন দেব বাদী হয়ে ৬ নারীর বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেন। বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।