ক্রিড়া প্রতিবেদকঃ-এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দল পাননি সাকিব আল হাসান। ২ কোটি রুপি ভিত্তি মূল্যে থাকা এই অলরাউন্ডারের নাম নিলামে দুইবার ওঠালেও তাকে নিয়ে আগ্রহ প্রকাশ করেনি ১০ দলের কেউই। ভারতের এই ফ্রাঞ্চাইজি ক্রিকেটের প্রায় শুরু থেকেই আছেন তিনি। আর ২০১১ সালের পর এবারই প্রথম নিলামে উঠেও জায়গা মিলল না কোন দলে। সাকিব ভক্তরা সঙ্গত কারণেই হতাশ! তার ওপর দেশের মাঠে বিপিএলে যখন তিনি ইতিহাস গড়ছেন, তখনই কি-না এমন অবমূল্যায়ন!
সকাল থেকেই খবরটা উড়ছে দেশের ক্রিকেটাঙ্গনে। বিশ্বাস আর অবিশ্বাসের একটা দোলাচল তো ছিলই, সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম দিচ্ছিল হাস্যরসও। কারণ এমনটা ক্রিকেট বিশ্বে হয়েছে কি-না সন্দেহ। একজন ক্রিকেটারের আইপিএলের দলে জায়গা না পাওয়া নিয়ে বোর্ড প্রেসিডেন্টের হস্তক্ষেপের ইতিহাসে কোথাও নেই। এর মধ্যে দেশের একটি শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল যখন জানায়-সাকিব ইস্যুতে সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা বলতে ভারত যাচ্ছেন নাজমুল হাসান পাপন, তখন না চমকে উপায় থাকে? এ ব্যাপারে কথা বলতে গিয়ে চমকালেন খোদ বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও। খবরটি ভিত্তিহীন বলে জানালেন তিনি।