দেশের আলোচিত ও জনপ্রিয় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির-২০২৪ইং সনের কমিটির গঠন করা হয়েছে। আজ (২১জানুয়ারি) রবিবার উক্ত কমিটি ঘোষণা করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সংক্ষিপ্ত কমিটির নির্বাচিতরা হলেন-চেয়ারম্যান পদে এস এম শফিকুর রহমান সোহাগ, মোঃ আল মোমিন কাউসার জমাদারকে সাধারন সম্পাদক ও মোঃ সম্রাট মিয়াকে ম্যানাজার নির্বাচিত করে আগামী এক বছরের জন্য উক্ত কমিটি ঘোষণা করা হয়।
প্রসঙ্গ, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন দেশের ঝিমিয়ে পড়া ফুটবলকে জাগ্রত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের ফুটবলকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য নিজে ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করেছেন।
তার প্রতিষ্ঠিত একাডেমি দেশ-বিদেশের মাটিতে প্রীতি ফুটবল ম্যাচ খেলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ইতিমধ্যেই তার ফুটবল একাডেমির তিনজন খেলোয়াড় ব্রাজিলে গিয়ে খেলা শেখার সুযোগ পেয়েছে।
ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিতে প্রায় শতাধিক ফুটবল খেলোয়াড় প্রশিক্ষণ নিচ্ছে। তিনি আশাবাদী দেশের ফুটবল একদিন ভালো অবস্থানে পৌঁছে যাবে। এই কামনা তিনি করেন।