চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির সভাপতি ফারুক আহমদ লিপু ইতালি গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধায় পৌর শহরের প্রেসক্লাব ভবনে সংগঠনের সদস্যরা এ বিদায় সংবর্ধনা প্রদান করেন।
এ-উপলক্ষ্যে আলোচনা সভায় জাতীয় প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার আলমগীর মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন সামসু।
এতে স্বাগতম বক্তব্য রাখেন-সংবর্ধিত ব্যক্তি ও সাবেক ছাত্র নেতা ইতালি প্রবাসী ফারুক আহমদ লিপু। বিশেষ অতিথি ছিলেন-সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান, চুনারুঘাট প্রেসক্লাবের যুগ্ন সাধারণ খন্দকার আলাউদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ সুমন, দপ্তর সম্পাদক তোফাজ্জল, আহমেদ জসিম, খন্দকার রাজিব আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহ নেওয়াজ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-চুনারুঘাটের কৃতি খেলোয়ার এনামুল হক লিটন, বাপ্পু, সোহাগ, খেলোয়াড়বৃন্দ সৈকত হেলাল, রাকিব, রাজন, সাকিব, বিশাল, আলিফ, মিনহাজ, রাকিব সহ অনেকই।
উল্লেখ,চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমি ২০২৪ সনে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে চুনারুঘাট উপজেলায় ফুটবল খেলাকে কে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একাডেমিতে খেলোয়াড়দের কোচ দ্বারা পরিচালিত হয়। তাঁদের মানসম্মত খেলার জন্য প্রশিক্ষণ দেয়া হয়