ভূমি সেবা সপ্তাহ ২০২২ উপলক্ষে সবোর্চ্চ কার্যকর সেবা প্রদানের মাধ্যমে সেবা গ্রহীতা পরিতৃপ্তি অর্জেনে অবদান রাখায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। আজ সোমবার (২৩) মে জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক এক সভায় তাকে উপজেলা শ্রেষ্ঠ ইউএনও হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।
নিবার্হী অফিসার হিসেবে শেখ মঈনুল ইসলাম মঈন যোগদানের পর থেকেই ভূমি সেবা কার্যকরে কাজ করে যাচ্ছেন।
জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন বলেন,এ কৃতিত্ব অর্জন আমার শুধু একার নয়,পুরো মাধবপুর উপজেলা বাসীর অর্জন।
তিনি আরো বলেন, এ স্বীকৃতি আমাকে জনসেবা নিবেদিত হতে,আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে।এ শ্রেষ্ঠত্বের অংশীদার আমার সম্মানিত সহকর্মীবৃন্দ ও মাধবপুর আপামর জনসাধারণ। আমি মনে করি এক্ষেত্রে মাধবপুর উপজেলা, জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয়েছে।
তিনি আরো বলেন, মাধবপুর উপজেলার সম্মানিত সর্বসাধারণের নামে উৎসর্গ করলাম।যারা সামাজিক যোগাযোগ মাধ্যমেসহ বিভিন্ন মাধ্যমে আমাকে অভিনন্দন জানিয়েছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা আমাদের জেলার অভিভাবক সম্মানিত জেলা প্রশাসক ইশরাত জাহান স্যারসহ নির্বাচক মন্ডলীয় সম্মানিত সদস্যবৃন্দ কে। এই সম্মান ও স্বীকৃতির মর্যাদা রাখব, ইনশাআল্লাহ।
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন মাধবপুরে মঈনুল ইসলাম
- আলমগীর কবির, মাধবপুরঃ
- আপডেট সময় ০৮:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- ১৭৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ