গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশে অনেক উন্নয়ন করেছেন। আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার।আওয়ামী লীগ সরকার একটানা ক্ষমতায় আজ ১৪ বছর রয়েছে।আন এই ১৪ বছরে দেশের শিক্ষা, কৃষি, বিদ্যুৎ, যোগাযোগসহ সার্বিক উন্নয়ন হয়েছে চোখে পড়ার মত। এ ব্যাপারে কারো দ্বিমত থাকার কথা নয়।যদিও একটা পক্ষ বিরোধিতার স্বার্থে বিরোধীতা করলেও তাদের অন্তর ঠিকই এ কথা বলে যে, শেখ হাসিনা এদেশের উন্নয়নে অন্তপ্রাণ।
এই ১৪ বছরে আমাদের সংগঠনে অনেক নেতা-কর্মী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাদের সাংগঠনিক স্মৃতি কোনদিন ভুলে যাবার মত নয়৷ অনেকে আবার প্রতিহিংসা পরায়নবসত অথবা অজানা কারণে ঘরকোণে আশ্রিত হয়েছেন।সেইসাথে কিছু নীতিহীন লোকও সংগঠনে বাসা বেঁধেছে। আমরা দায়িত্বশীলেরা ইতিমধ্যে দলের নিবেদিতদের সম্মেলনের মাধ্যমে সামনে নিয়ে আসার উদ্যোগ নেয়ার পাশাপাশি দলে থাকা, দল এন্টিদের ব্যাপারেও কঠোরতার দিকে যাচ্ছি।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বকে আরো বেশী শক্তিশালী করার লক্ষ্যে সংগঠনকে তৃণমূল থেকে ঢেলে সাজানোর ব্যাপারে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ বদ্ধপরিকর।
লেখকঃ-
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আবু জাহির, এমপি।