কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রদলের সভাপতি, পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি,কে গউছ ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের মৃত্যুঞ্জয়ী ছাত্রদলের সভাপতি শাহ্ রাজীব আহমেদ রিংগনের মুক্তির দাবীতে চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৩ অক্টোবর) সোমবার বিকেল ৫টায় পৌর শহরের বিক্ষোভ মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়৷
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল হক তালুকদার।
সভায় চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নবীউর রহমান অপূর্বর পরিচালনায়। সভায় বক্তরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি এবং বিদেশে চিকিৎসায় পাঠানোর জন্য দাবি জানান।
এছাড়াও সাবেক ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম শাহিন, যুবদলের আহবায়ক জালাল আহমেদ, সেচ্ছাসেবকদলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, ছাত্রদলের সাংগঠিনক সম্পাদক গোলাম মাহবুব সহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবী করেন।