“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য বিষয়ে নিয়ে হবিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।
গতকাল রবিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের নিমতলা থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
জেলা প্রশাসকের প্রশিক্ষণ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দ। এসময় বক্তাগণ বলেন, হবিগঞ্জে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ গতির প্রতিযোগিতা। বিভিন্ন সময় গতির সীমারেখা নির্ধারণ করে দেয়া হলেও চালকরা তা মানছেনা।
বিশেষ করে মহাসড়কে সিএনজি অটোরিকশা অবাধ চলাচলের কারণ প্রায়শই দুর্ঘটনা ঘটে। গত এক বছরে জেলা যে কয়টি দুর্ঘটনা হয়েছে তার প্রায় সবই হয়েছে গতির প্রতিযোগী করতে গিয়ে। এতে করে অনেক পরিবার নিঃস্ব হচ্ছে। এজন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জোর দাবি জানান বক্তারা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিয়াংকা পালের সভাপতিত্বে ও বিআরটিএ’র সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম খাঁনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি মোঃ ফজুলুর রহমান চৌধুরী, ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ সিরাজ উদ্দিন খান, হবিগঞ্জ বিআরটিএ’র উচ্চমান সহকারী ইন্দ্রজিদ রায়সহ বিভিন্ন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।