চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পারকুল বাজারে বন অধিদপ্তর উদ্যোগে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে জীবিকা উন্নয়ন তহবিল (এলডিএফ) এর প্রায় ১৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় পারকুল বাজারে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন- রানীগাঁও ইউ/পি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন।
বিশেষ অতিথি ছিলেন- কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, রশিদপুর বন বিট কর্মকর্তা এ.কে.এম সাইদুল হক, ৮নং ওয়ার্ডের মেম্বার আলহাজ্ব আইয়ুব আলী, রাণীগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারী ও চুনারুঘাট উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক সাংবাদিক ফারুক মাহমুদ, সুফল প্রকল্পের এফ.এফ সিএনআরএস বিনয় ভূষণ চৌধুরী।
পারকুল গ্রাম সংরক্ষন ফোরাম (ভিসিএফ) সভাপতি মোঃ এখলাছ মিয়া মহালদারের সভাপতিত্বে ও কালেঙ্গা রেঞ্জের এফজি মোঃ বসির আহামেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট মুরব্বী সুন্দর আলী, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুফি মিয়া, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুক মিয়া, রানীগাও ইউপি যুবলীগ নেতা দুলাল মিয়া তালুকদার, আব্বাস মিয়া মহালদার, কাজল মিয়া, যুবলীগ নেতা জাহাঙ্গীর, রুবেল মিয়া, বশির মিয়া, রানীগাঁও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বাায়ক এনাম আহাম্মেদ, মুরুব্বী মাহমদ আলী, আবুল কালাম হুরাই, হাফিজ উদ্দিন সহ অনেকেই।
সভা শেষে ৫১ জন উপকারভোগীর মাঝে ১২ লক্ষ ৬২ হাজার ৪ শ টাকার চেক হস্তান্তর করা হয়। সভায় বক্তারা পরিবেশ ও বন রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।