চুনারুঘাটে স্থানীয় এক সাংবাদিকের বাবাকে রাজাকার তকমা দিয়ে ফেসবুকে পোষ্ট দেয়ায় জনৈক আব্দুল জাহিরের নামে সিলেটের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছেন সাংবাদিক আজিজুল নাসির।
আজ বুধবার (৫ জুলাই) ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫,২৯,৩৪ ধারায় মামলাটি দায়ের হয়।
সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি তদন্ত করে প্রতিবেদন প্রেরনের জন্য হবিগঞ্জ পুলিশ সুপারকে আদেশ দিয়েছেন।
মামলার বিবরনে জানা যায় উপজেলা আহম্মদাবাদ ইউনিয়নের হারাজোড়া গ্রামের সায়েদ আলীর পুত্র আঃ জাহির তার ফেসবুক আইডি থেকে গত ৩/৪ দিন আগে একটি পোস্ট দেয়।
ওই পোষ্টে সাংবাদিক আজিজুল হক নাসিরের ছবি ব্যবহার করে তার বাবাকে রাজাকার বলে উল্লেখ করা হয়। জাহিরের আপত্তিকর ওই পোষ্টটি শেয়ার করেন জাহিরের ভাতিজা ফয়সল। এ কারনে ফয়লকেও মামলার আসামী করা হয়।