চুনারুঘাটের পূর্বাঞ্চলের দুটি গ্রামে বিট পুলিশিং এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ এপ্রিল) বিকেল ৩টায় চুনারুঘাট থানা পুলিশের উদ্যোগে উপজেলার রানীগাঁও ইউনিয়নের পারকুল ও নাসিমাবাদ চা বাগান এলাকায় এ সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় রানীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আলী আশরাফ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পারকুল চা- বাগানের ম্যানেজার মো: জাহাঙ্গীর আলম, বিট কর্মকর্তা এসআই আব্দুল মোতালেব ও এএসআই আব্দুল বাতেন প্রমুখ।
সভায় নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, চুরি, ছিনতাই প্রতিরোধ বিষয় নিয়ে সচেতনতা তৈরি করার লক্ষে সকলকে আহবান করা হয়।
এ বিষয়ে ওসি আশরাফ বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।