চুনারুঘাট উপজেলার পূর্ব রানীগাঁও নিয়াজপুর মৌজায় গ্রীনল্যান্ড পার্ক সম্মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো এগ্রো ফার্মের দেড় শতাধিক গরু ও ২০০ ভেড়াসহ ফার্মের বিভিন্ন যন্ত্রপাতি ও জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে স্থানীয় কিছু প্রভাবশালীরা।
গত ৫ আগস্ট রাতে ও ৬ আগস্ট দিন দুপুরে চুনারুঘাট উপজেলার রানীগাঁওয়ে এ ঘটনাটি ঘটে। ওই প্রতিষ্ঠানের কর্মচারী শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৫ আগস্ট রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত প্রায় দেড়শো লোক পার্শ্ববর্তী পারকুল গ্রামের নুহ বাহিনীর প্রধান নুহ, বাহিনীর মৃত সিরাজ মিয়ার ছেলে রাসেল, নুহ বাহিনীর সদস্য তৌফিক, সাইদুর সহ প্রায় একশ থেকে দেড়শত জন মিলে আমাদের উপর হামলা চালিয়ে গরু, ভেড়া সহ মালামাল লুট করে নিয়ে যায়।
বর্তমানে আমরা নিরাপত্তা হিনতায় ভুগছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মূলত এরা সুযোগ সন্ধানী পট পরিবর্তনের সাথে সাথে সন্ত্রাসী গ্রুপটি তাদের এই লুটপাটের কার্যক্রম করে থাকে। এসব কাজে এলাকার কিছু প্রভাবশালীদের হাত থাকতে পারে বলে জানান তারা।