মাধবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি আলহাজ্ব আতিকুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ গেইট সংলগ্ন মহাসড়কে আলহাজ্ব আতিকুর রহমানের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এখলাছুর রহমান,সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়,যুবলীগ সভাপতি ফারুখ পাঠান,পৌর আওয়ামীলীগ সভাপতি শাহ সেলিম ,ছাত্রলীগ সভাপতি আনু মোহাম্মদ সুমন প্রমুখ।
সমাবেশে বক্তারা শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ ও বিচার দাবী করেন।