চুনারুঘাট প্রতিনিধিঃ
চুনারুঘাটে ফসলি জমির মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৫ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের দেউন্দি-শানখলা সড়কের পাশে অনুমতি ব্যতিত মাটি কর্তন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিলটন চন্দ্র পাল। এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। দন্ডপ্রাপ্তরা হল মো: বিল্লাল মিয়া (৩৪) কে ৫০ হাজার টাকা এবং মো: লোকমান মিয়া (৩৮) কে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।