চুনারুঘাটে অগ্রগামী গণপাঠাগারে পাঠক মেলা ও ঈদ পূর্ণমিলনী এবং সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আজ (১ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার মিরাশী ইউনিয়নের নালমুখ পাঠাগার ভবন মাঠে গুনীজনরা বই পড়ার গুরুত্ব দিয়ে মুক্ত আলোচনা করেন।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপক ড. এমএম ফারুক মিয়া।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রফেসর সৈয়দ মিসবাহ উদ্দিন, অধ্যক্ষ আব্দুর রব স্যার, সাবেক চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, কবি মতিউর রহমান, এডভোকেট আব্দুল আহাদ, কবি কাজী আলফু ভাই, ডিসিপি উচ্চ বিদ্যালয় সিনিয়র মোঃ বশির আহমেদ, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ চুনু মিয়া, এসআই মোঃ মুখলেসুর রহমান লস্কর, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ব্যবসায়ী মোঃ গোলাম জাকারিয়া, মোঃ শাহাব উদ্দিন, মেম্বার, ডাঃ আব্দুর রশিদ, অগ্রগামী মডেল(কে.জি) স্কুলের সভাপতি মোঃ আজিজুর রহমান অলিম, খলিলুর রহমান, মোঃ ফারুক মিয়া, মীর নুরুল আলম সবুজ, জসীম উদ্দিন তালুকদার,মোশাহিদ মিয়া, বদরুল আলম রাসেল মোল্লা, আক্তার হোসেন বিজয় সহ গণপাঠাগারের সদস্য, শুভাকাঙ্ক্ষী, কবি -সাহিত্যিক ও গুনীজন উপস্থিত ছিলেন।