ফ্যাসিবাদের অবসান দেশপ্রেমের জয়গান”এবং ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সহমর্মিতা” এ দু’শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাধবপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাঙ্গালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ।
আজ (১৪ এপ্রিল) সোমবার সকাল ১০টায় মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গন থেকে সাবেক জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহানের নেতৃত্বে গ্রামীন ঐতিহ্য তুলে ধরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভা যাত্রায় বিএনপির, ছাত্রদল, যুবদল, মহিলা দল,কৃষকদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। শোভাযাত্রাটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মেধা চত্ত্বর প্রাঙ্গনের এসে শেষ হয়।
সেখানে উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামালের সভাপতি এবং পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যানদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, যুগ্ম সাধারন সম্পাদক সুমন চৌধুরী, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান খান, যুবদলের আহবায়ক এনায়েতউল্লা, যুগ্ম আহবায়ক কবির চৌধুরী, মশিউর রহমান, মাসুক মিয়া, রনি আহম্মদ, পৌর যুবদলের আহবায়ক জনি পাঠান, যুগ্ম আহবায়ক এমদাদুল হক সুজন, কৃষক দলের সদস্য সচিব এড.ইয়াকুব খাঁন, শ্রমিক দলের আহবায়ক মাসুদ আলী, যুগ্ম আহবায়ক মোঃ লিটন পাঠান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির, যুগ্ম আহবায়ক রাশেল আহম্মদ, ছাত্রদলের আহবায়ক মোঃ মারুফ মিয়া, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাজ, যুগ্ম আহবায়ক ইমন খাঁন প্রমুখ।