চুনারুঘাটে রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মঈনকে হুমকি দেয়ায় স্থানীয় যুবদল নেতা রুমেল আহমেদ (৪০) এর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়।
জানা যায়, (৯ এপ্রিল) বুধবার দশম শ্রেণীর শিক্ষার্থী বিল্লাল হোসেন রুমির নেতৃত্বে বহিরাগত ৪/৫ জনের একটি কিশোর গ্যাং নবম শ্রেণীর শিক্ষার্থী নিহাদ কে বেধরক মারধর করে।
মারধরের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়, প্রশ্নো উঠে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে । উক্ত ঘটনা কে অনুসন্ধান করে স্কুল কর্তৃপক্ষ রুমিকে দোষী সাবাস্থ্য করে স্কুল থেকে বহিস্কার ও টিসি প্রদানের সিদ্ধান্তে উপনীত হয়।
১০ এপ্রিল (বৃহস্পতিবার) বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী রুমির পিতা আব্দুল আলী স্কুলে এসে স্থানীয় যুবদল নেতা রুমেল এর সাথে প্রধান শিক্ষকের ফোন আলাপ করিয়ে দেন।
যুবদল নেতা রুমেল তার পরিচয় দিয়ে শিক্ষক কে বলেন , যদি রুমিকে টিসি প্রদান করেন আপনাকে দেখে নেব কিভাবে এখানে চাকুরী করেন তাও দেখে নেব বলে হুমকি দেয়া হয়।
১৩ এপ্লিল ( রবিবার) ভবিষ্যতের নিরাপত্তার কথা চিন্তা করে প্রধান শিক্ষক আব্দুল মঈন বিবাদী যুবদল নেতা রুমেল আহমদ পিতা-মৃত তারা মিয়া সাং গঙ্গানগর এই নামে চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন।