চুনারুঘাটের আহম্মদাবাদ ইউপির কালিশিরী গ্রামে সরকারি রাস্তা ঘেঁষে পুকুর খনন করে রাস্তার অংশ জুড়ে পুকুরের পাড় বেধেঁ দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে মাটির নিচে চাপা পড়েছে রাস্তার সরকারি সাইনবোর্ড ।
জানা যায়, কিরতাই (রাণীকোট) গ্রামের মৃত আনছব উল্লার ছেলে আব্দুল আলী বাড়ীর নির্মাণের উদ্দেশ্য পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছেন।
নিয়ম অনুযায়ী রাস্তা থেকে যে দুরত্বে পুকুর খনন করার নিয়ম রয়েছে তা মেনে করা হয় নি। ফলে বর্ষাকালে রাস্তা ভেঙ্গে পুকুরে চলে যাওয়ার শঙ্কা রয়েছে। এ নিয়ে গ্রামবাসীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
গ্রামবাসীদের পক্ষ থেকে চুনারুঘাট উপজেলা প্রশাসন কে অবগত করলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।