আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাট: চুনারুঘাট সীমান্তের মাদক সম্রাট রমজান আহমেদ জাহিদ (৩৫) কে আটক করেছে র্যাব-৯। উপজেলার সে দুধপাতিল গ্রামের মৃত রজব আলীর পুত্র। আজ (১৯ ফেব্রুয়ারি) শনিবার বিকালে বাল্লা সীমান্তের আসামপাড়া বাজার থেকে তাকে আটক করা হয়। গত ৩০ নভেম্বর ১০ কেজি গাঁজাসহ জাহিদ কে বাহুবল উপজেলায় আটক করে মাদক আইনে মামলা দেয় র্যাব। বাহুবল থানার মামলা নং-১৫,৩০-১১-২০২১,ধারা ৩৬(১) ১৯ (খ)/৪১ মাদক নিয়ন্ত্রণ আইন। সুচতুর মাদক ব্যবসায়ী জাহিদ আদালতে মিথ্যা প্রতারণা করে ভুল তথ্য প্রদান করে বলে তার মুক্তিযোদ্ধা চাচা ওইদিন মারা গেছেন।চাচাকে এক নজর দেখতে ও দাফন কাপন করতে এবং তার বোনের বিয়ে দিতে এক সপ্তাহের অন্তর্বতী জামিন চায়। আদালত মৃত্যুর বিষয়টি শুনে মানবিক কারনে তাকে ১ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। মূলত তার তথ্য গুলো ছিল মিথ্যা সাজানো। তার কোন চাচা মারা যান নি এবং তার বোনের বিয়ে ছিল না। প্রতারক জাহিদ পরদিন জেল থেকে বের হয়ে-ই মোবাইল ফেসবুক লাইভে এসে বক্তব্য রাখে যা আদালত অবমাননার সামিল এবং ১ সপ্তাহ পর আর কোর্টে হাজির হয়নি সে। সীমান্তে পুনরায় তার মাদক ব্যবসার তৎপরতা চালায়। বিষয়ক এলাকার জনপ্রতিনিধি ও সুশিল সমাজের চোঁখে পড়লে তারা র্যাব কে জানান। র্যাব তার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়া পেয়ে শনিবার বিকেলে আটক করে। এলাকাবাসী জানান সীমান্তের কাটাতার থেকে জাহিদের বাড়ি ৪/৫ শত মিটার হবে। সেই সুবাদে জাহিদ সহজেই মাদক সংগ্রহ করে উপজেলা পর্যায়ের কয়েকজনের মাদকাশক্ত নেতাদের মধ্যে ভারতীয় মদ সরবরাহ করত।নিজেদের ফায়দা হাসিলের জন্য এক সময় জাহিদ কে দলীয় পদ দিয়ে ক্ষমতাসীন করে তারা। সেও নেতাদের কাছ থেকে ক্ষমতা পেয়ে সিমান্তে মাদকের সিন্ডিকেট তৈরী করে হয়ে যায় গডফাদার । দল বড় করে সে এখন সীমান্তের সকল অপরাধ নিয়ন্ত্রন করছে।মাদক ব্যবসায়ী ও চোরা-কারবারি দের মাঝে ঝগড়া বিবাদ হলে জাহিদ উপজেলা নেতাদের নিয়ে মিমাংশা করে দেয় প্রতিনিয়ত।গত ৫ বছরে কোটি টাকা রোজগার করেছে এক সময়ের নুন আনতে পান্তা পুড়ানো ঘরের ছেলে জাহিদ। স্থানীয় গাজিপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন,দায়িত্ব নেয়ার পর থেকেই জাহিদ এর ব্যাপারে মাদক সংশ্লিষ্টার খবর আসে।বিষয়টি আমি দুধপাতিল গ্রামের বিশিষ্ট মুরুব্বিদের অবগত করেছি। সিমান্তে মাদক বন্ধ করতে প্রশাসন কে সাথে নিয়ে জনসচেতনতা মুলক ব্যবস্থা নিব।
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তের মাদক সম্রাট জাহিদ ফের র্যাবের হাতে আটক
- নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১১:২৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- ২৬৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ