মোঃ মারুফ আহমেদ পেশায় একজন তরুণ ব্যবসায়ী। নিজ উদ্যোগে চুনারুঘাট শহরে গড়ে তুলেছেন দুইটি ব্যবসা প্রতিষ্ঠান আল মারুফ ইলেকট্রনিক্স এবং আল মারুফ সেলাই মেশিন বিক্রয় কেন্দ্র।
ইলেকট্রনিক্স ব্যবসার পাশাপাশি করছেন পোশাক তৈরীতে ব্যবহৃত যন্ত্রাংশের ব্যবসাও। জন্ম চুনারুঘাট পৌরসভার ১নং ওয়ার্ডের বাগবাড়ি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।
মাদ্রাসায় লেখাপড়াকালীন সময়েই উদ্যোক্তা হিসেবে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা শুরু করেন। এরপর টানা পরিশ্রম ও সংগ্রামের মধ্যদিয়ে ব্যবসার পরিসর ক্রমাগত বড় করেছেন।
ব্যবসার পাশাপাশি সমাজসেবায়ও রয়েছে তার বিশেষ অবদান। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও বিপদে অর্থ এবং শ্রম দিয়ে থেকেছেন অসহায় মানুষের পাশে।
এছাড়াও মারুফ আহমেদ একজন রক্তদাতা। যখনই কোন বিপদগ্রস্থ রোগীর রক্তের প্রয়োজন হয়েছে, তখনই তিনি নিজে রক্ত দেওয়ার পাশাপাশি অসংখ্য রোগীকে রক্ত ম্যানেজ করে দিয়েছেন।
নিজের ব্যবহার ও শিষ্টাচার দিয়ে সাধারণ মানুষের মনের মনিকোঠায় ইতোমধ্যে ঠাই প্রেয়েছেন নিভৃতচারী এই সমাজকর্মী। সংসার জীবনে মারুফ আহমেদ দুই কন্যা সন্তানের জনক।
ব্যবসার প্রচার-প্রসার ও ভিন্নধর্মী ব্যবসা কৌশলের মাধ্যমে মোঃ মারুফ আহমেদ হয়ে উঠেছেন তরুণ ব্যবসায়ীদের অনুপ্রেরণা।
একান্ত আলাপচারিতায় মোঃ মারুফ আহমেদ বলেন- আল্লাহর সৃষ্টি হিসেবে যতদিন দেহে প্রাণ আছে ততদিন সাধ্য ও সামর্থ্যমত পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাব।