হামিদুর রহমান, মাধবপুর:
মাধবপুরে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যবসায়ীর কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার ভূমি পরিচয়ে ফোন করে টাকা দাবি করেছে। ফোনে হুমকি টাকা না দিলে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ব্যবসায়ীদের জরিমানা করা হবে।
তবে এ ঘটনায় ইউএনও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সর্তকমূলক পোস্ট দিয়েছেন।
জানা গেছে, শনিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ছাতিয়াইন বাজারের শাহজালাল বেকারির মালিক শাহিন মহালদার কে ইউএনও পরিচয়ে ফোন দেন এক ব্যক্তি, এবং বেকারির কাগজ পত্র ঠিক আছে কিনা জানতে চেয়ে ৫০ হজার টাকা বিকাশ নাম্বারে পাঠানোর জন্য বলেন অন্যতায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে তার প্রতিষ্ঠান কে জরিমানা করবেন বলে হুমকি দেয়।
বিষয় টি নিয়ে তার সন্দেহ তৈরি হলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবগত করেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান প্রতারক চক্র হতে সকল কে সাবধান থাকতে হবে । এদের ফাঁদে পা দেওয়া যাবে না।
বিষয়টি ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছে।