মাধবপুর ট্যুরিজম ক্লাব বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।এ উপলক্ষ্যে আজ শনিবার বিকেল বেলায় (১৪ জানুয়ারী) মাধবপুর পৌরসভা হলরুমে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।মাধবপুর ট্যুরিজম ক্লাবের এডমিন কায়সার হামিদের সভাপতিত্বে ও মাধবপুর ট্যুরিজম ক্লাবের উপদেষ্টা মাহিন চৌধুরী রাজুর সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ,মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ এরশাদ আলী,সাংবাদিক জালাল উদ্দিন লস্কর,মাধবপুর ট্যুরিজম ক্লাবের কো-অর্ডিনেট সোহেল খাঁন,এডমিন কেশব রায়,বিশিষ্ট ব্যবসায়ী তৈয়মুর আলম তপন প্রমূখ ।
অনুষ্টানে সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগীতায় ৪০জন বিজয়ীর হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। মাধবপুর ট্যুরিজম ক্লাবের এডমিন কায়সার হামিদ বলেন,আমাদের লক্ষ্য হচ্ছে মানুষ কে স্বল্প খরচে ভ্রমন আয়োজনের মাধ্যমে জ্ঞান অণ্বেষণে উদ্বুদ্ধ করা এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণ মূলক কার্যক্রমে অংশগ্রহণ করা।