বিশিষ্ট রাজনীতিবিদ কবি ও মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক সাদিকুর রহমান পরাগের পক্ষ থেকে হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ
(৮জুলাই) শুক্রবার সকাল ৮ টায় আজমিরীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত শিবপাশা, বিরাট, জলসুখা, আজমিরীগঞ্জের বিভিন্ন এলাকায় হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিলুর রহমানের নেতৃত্বে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ সম্পন্ন হয়। এসময় খলিলুর রহমান বলেন,সাদিকুর রহমান পরাগের ব্যক্তিগত উদ্যোগে বন্যার্তদের সাথে ঈদের আনন্দ কে ভাগাভাগি করে নিতে উক্ত খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।এসময় উপস্থিত ছিলেন বদরুল আমিন,সাংবাদিক আতাউর রহমান মিলন, এবাদুর রহমান রাসেল,স্বপন বনিক, হৃদয় খান প্রমুখ।