প্রতি বছরের ন্যায় এ বছরও চুনারুঘাটে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুর ১টায় ব্যাংক কার্যালয়ে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন আইএফআইসি ব্যাংকের হবিগঞ্জ শাখার ব্যাবস্থাপক সুদীপ ব্যানার্জী।
বিশেষ অতিথি ছিলেন-চুনারুঘাটের বিশিষ্ট ব্যবসায়ী ও একে কর্পোরেশনের স্বত্ত্বাধিকারি আলহাজ্ব রফিকুল ইসলাম, আইএফআইসি ব্যাংকের হবিগঞ্জ শাখার মার্কেটিং এন্ড সেলস অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, আইএফআইসি ব্যাংক চুনারুঘাট উপশাখার ইনচার্জ ফাহমিদা কাসেম মুন্নী, এসিস্ট্যান্ট অফিসার তনুশ্রী সরকার, মার্কেটিং অফিসার মিতু দেব সহ আগত শীতার্ত মানুষ।
উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক বিভিন্ন সময় পিঠা উৎসব, বিক্ষ রোপণ কর্মসূচী করে থাকে। সারাদেশেই প্রতি বছরই এসব কার্যক্রম চলে।
এছাড়াও আইএফআইসি ব্যাংক ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকে।