আঁকিবুঁকি
ভালো লাগে তোমার উদ্বেগ ভরা মুখ,
ভালো লাগে তোমার কুঞ্চিত ভ্রু,
তোমার নির্ভেজাল অপেক্ষা- আমার জন্যে।
ভালো লাগে তোমার, পথ চেয়ে থাকা,
ভালো লাগে তোমার ঘামে ভেজা মুখ,
তোমার আমৃত্যু চাওয়া- আমার নিরাপদ ফেরা।
তোমার কষ্ট বাড়িয়ে দেয় আমার আনন্দ।
এ’তোমার কষ্ট না, এ’তোমার ভালোবাসা- আমার জন্যে, হুম, শুধু আমার জন্যে।
আমি উদ্ভাসিত হই, আমি পুলকিত হই।
আমি ভেঙে ফেলি, আবার গড়ি নিজেকে।
তোমার জন্যে, হুম, শুধু তোমার জন্যে।
আমি হারবো, বারবার হারবো,
তোমাকে জিতাবো বলে।
আমি কাঁদবো, বারবার কাঁদবো,
তোমাকে হাসাবো বলে।
আমি তোমার জন্য সয়ে যাবো
হাজার বিড়ম্বনা,
তোমার ভেতর লুকিয়ে আমার
অপার সম্ভাবনা।
লেখক, এডিশনাল এসপি এসএম রাজু আহমেদ।
খুলনা জেলা পুলিশ।
২৭/০৫/২০২২
খুলনা