চুনারুঘাটে “আব্দুল হামিদ ফাউন্ডেশন ইউএসএ বিডি ইনক” উপজেলার অসহায়, মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার উত্তর বাজারস্থ ফাউন্ডেশন এর স্থায়ী কার্যালয়ে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন। এসময় উপস্থিত ছিলেন,চুনারুঘাট থানার তদন্ত ওসি চম্পক দাম, সাইফুর রহমান তালুকদার টিপু,আজাদ তালুকদার,স্বপন তরফদার,মিজানুর রহমান সোহাগ,সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু,হাবিবুর রহমান প্রমুখ।
চুনারুঘাটের উত্তর বাজারের নিজ বাসা হতে।মরহুম আলহাজ্জ আব্দুল হামিদ সাহেবের পঞ্চমপুত্র আব্দুল কদ্দুস (জয়)।সে ২০২০ সালের ০১ লা জুলাই প্রতিষ্ঠা করেন “আব্দুল হামিদ ফাউন্ডেশন ইউএসএ বিডি ইনক”।প্রতিষ্ঠার পর থেকে সমাজ সেবায় নিয়োজিত আছে এই ফাউন্ডেশন।